Homeসিনেমা২০০ কোটির ক্লাবে ‘গোলমাল এগেইন’

২০০ কোটির ক্লাবে ‘গোলমাল এগেইন’

পোস্টটি শেয়ার করুন

বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমা ফ্র্যাঞ্চাইজি গোলমাল। এর চতুর্থ কিস্তি গোলমাল এগেইন। বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের ক্লাবে নাম লিখিয়েছে দীপাবলীতে মুক্তি পাওয়া সিনেমাটি। গোলমাল এগেইন পরিচালনা করেছেন রোহিত শেঠি। এতে অভিনয় করেছেন অজয় দেবগন, টাবু, আরশাদ ওয়ার্সি, পরিণীতি চোপড়া, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কুণাল খেমু, জনি লিভার প্রমুখ। মুক্তির আগে অনেকেই ভেবেছিলেন বক্স অফিস সাফল্য পেতে বেগ পেতে হবে সিনেমাটির। কারণ একই সময় মুক্তি পায় আমির খানের সিক্রেট সুপারস্টার। তবে শেষ হাসি হেসেছেন রোহিত। বাহুবলি-দ্য কনক্লুশন’র পর চলতি বছরে বলিউড সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছে গোলমাল এগেইন। এমনকি এ বছরের আলোচিত জুড়ওয়া-টু সিনেমাকেও পেছনে ফেলেছে এটি। শুধু তাই নয়, অনেকদিন ধরেই সৌরাষ্ট্র-গুজরাটে নিজের রেকর্ড অক্ষত রেখেছিলেন আমির খান। তার পিকে সিনেমাটি সেখানে বক্স অফিসে আয় করেছিল ৩৩ কোটি রুপি। তবে সেই রেকর্ড ভেঙে ৩৫ কোটি রুপি আয় করেছেগোলমাল এগেইন। সিনেমার বক্স অফিস সাফল্য নিয়ে রোহিত শেঠি বলেন, ‘সিনেমাটি যে সাড়া পেয়েছে তাতে আমি আবেগাপ্লুত এবং দর্শকরা এটি গ্রহণ করেছে এ জন্য তাদের ধন্যবাদ দিতে চাই।’ তথ্যসূত্রঃ অনলাইন

About Author (260)

Author

Leave a Reply

You must be Logged in to post comment.

Related Posts

Back To Top