Homeসেকস টিপসঝুলে যাওয়া স্তন টাইট করার সহজ উপায় দেখেনিন।

ঝুলে যাওয়া স্তন টাইট করার সহজ উপায় দেখেনিন।

পোস্টটি শেয়ার করুন

মেয়েদের স্তনের আকার ও আয়তন বয়সের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই পরিবর্তিত হয়। এর মধ্যে কিছু কারণ থাকে প্রাকৃতিক আর কিছু অভ্যাসজনিত। নারীদের স্তনের আকার বা আয়তন পরিবর্তনের ১০টি কারণ এখানে পাঠকদের জন্য দেওয়া হলো- মেয়েদের শরীর নানা পর্যায়ের মধ্যে দিয়ে যায় এবং এক একটি পর্যায়ে স্তনের আকার-আয়তন একেক রকম থাকে। কিন্তু মেয়েদের লাইফস্টাইলের জন্যেও স্তনের আকারে বদল আসতে পারে। পিরিয়ডের দুটি পর্যায় থাকে— ফলিকিউলার ও লিউটিয়াল। একটি পিরিয়ড শেষ হওয়ার ঠিক পরের… পাঁচ-সাতদিন, মেয়েদের শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের মাত্রা অনেক কমে যায়। মাসের এই সময়টায় স্তনের ওজন সবচেয়ে কম থাকে। লিউটিয়াল পর্যায়ে অর্থাৎ পিরিয়ড হওয়ার ঠিক আগে আগে, স্তনে রক্ত সঞ্চালন বেড়ে যায়। ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের মাত্রাও বাড়ে। ফলস্বরূপ এই সময়ে স্তন অনেকটা বেশি ভারী লাগে। গর্ভধারণের সময়ে সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যায় স্তনে। স্তন্যদানের জন্য এই সময় প্রকৃতি শরীরকে তৈরি করে। এ সময় স্তনের আকার-আয়তন তো বাড়েই, দুগ্ধগ্রন্থি সক্রিয় হওয়ায় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভারীও হয়ে যায় স্তন। যৌনতার সময়েও স্তন স্ফীত হয়। যৌন উত্তেজনার ফলে রক্তচাপ এবং হার্ট রেট দুই’ই বাড়ে। এর ফলে স্তন স্ফীত হয় ও স্তনের শিরাগুলি আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে। মেনোপজের পরে শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ অনেক কমে যায়। তাই এই সময়ে স্তনের কাপ সাইজ কমে যাওয়ার কথা। কিন্তু আদতে তা হয় না। দেখা গেছে, বরং হরমোনের মাত্রার পরিবর্তনের ফলে শরীরের মাঝামাঝি অংশে অতিরিক্ত ফ্যাট জমতে থাকে। ফলে স্তনও ভারী হয়। গর্ভনিরোধক পিলে ইস্ট্রোজেন থাকে। যারা নিয়মিত এই পিল খান, তাদের স্তনের আকার-আয়তন দুটিই অনেকটা বেড়ে যায়। বেশ কিছু এক্সারসাইজ রয়েছে যা নিয়মিত করলে স্তনের কাপ সাইজ বেড়ে যায়। তবে তা ছাড়া সাধারণ ফ্রি-হ্যান্ডে খুব একটা পরিবর্তন হয় না স্তনের আকারের।কিছু কিছু ডিপ্রেশনের ওষুধ রয়েছে যা দীর্ঘদিন ধরে খেলে স্তন ফুলে যায় এবং অনেক সময়ে ব্যথাও হতে পারে। কারো কারো স্তনবৃন্ত থেকে দুধের মতো ক্ষরণও হয়। এই সময় স্বাভাবিকভাবেই স্তনের আয়তন বাড়ে। তবে ওষুধ বন্ধ করে দিলে স্তনের আয়তন আবার স্বাভাবিক হয়ে যায়। যৌনতার সময়ে খুব বেশি স্তনমর্দনেও স্তনের আয়তন বেড়ে যায়। অনেক সময়ে এই কারণে অল্পবয়সী নারীদের মধ্যেও ব্রেস্ট স্যাগিংয়ের সমস্যা দেখা যায়। যে কোনো ব্রেস্ট ইমপ্লান্ট সার্জারির মাধ্যমে স্তনের আকার বাড়ানো যায়। আবার কিছু আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে মাসাজের মাধ্যমেও বাড়ানো যায় স্তনের আকার- আয়তন, তবে তা সময়সাপেক্ষ।

About Author (233)

Author

3 responses to “ঝুলে যাওয়া স্তন টাইট করার সহজ উপায় দেখেনিন।”

  • Leave a Reply

    You must be Logged in to post comment.

    Related Posts

    Back To Top